নাম ছিলো, নদীও ছিলো
লোহালক্করে এঁটে- ঘাটে ঘাটে নৌযান ;

ছেড়ে দে না গলায় প্রাণ!
সেতুতে সেতুতে নতুন পথ, চলছে নতুন লরী-ট্রাক।
ঘুঘু মালিকের টাকশালে টাক,
সিন্দুক ঘেঁটে পায় যদি দন্ড লঘু-
জাহাজের লোহা কেটে।

কে দিলো কারে বেচে!

২৭শে মার্চ ২০২৩

পটভূমি: পণ্য পরিবহনে নিয়োজিত লাইটারেজ জাহাজ ব্যবসায় চরম মন্দা চলছে। লোকসানের কারণে ইতিমধ্যে প্রায় ৪ শতাধিক লাইটারেজ জাহাজ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে।