ফ্যাশনের হায় হায়
ঠান্ডা গরমে বেলা যায় ব্যবসা ওঠে লাটে
দূরবীন তাকায় নতুন তল্লাটে বসন কোথায় লাল্টু সাহেবের।
বেদনার কারবালা
রক্তে লাল ফোরাতের জল গড়াতে গড়াতে
লোহিত সাগরে জ্বলে লাল বাতি।
শিয়া সুন্নী গুতাগুতি
হুতোশে হুতি আনে কার বেলা?
আরও জ্বলে বাতি
অভাবের বেসাতি দর্জিবাড়ি
নাড়ীটেপা বাজারের
হাড়িতে কার নাড়ী বলো বাংলার নারী।
১৫ই জানুয়ারি ২০২৪