তীব্র পীড়ন!
হায় হায় কোথায় যায়; ও নবারুণ!

যাবো আর কই
কানকো তুলে টানে কই, মেঘে মেঘে ধুম গর্জন
ও অর্জুন,
ছাতাটা আন দৌড়ে, আজ ছুটি।
আসবে ফের সে বরুণ!

পীড়ন মেলা!
জলে জলে ভাসাও ভেলা
টান পড়েছে তলে তলে

আয় না ভোলা
খাবে ছোলা, প্রেম পিরীতির অশ্রু বরণ

আজ, যাবো না বাইর, মায়ের বারণ।।

শুভ সকাল।

২০শে অক্টোবর ২০২৩