টিনএজার মেয়েরা
অষ্টাদশী হলে প্যারেড করবে-
স্কয়ারে, টেরাসে, উঠোনে;
বা যেখানেই সম্ভব, একটু দেখানো চাই।
আমার বা আমাদের, মুহুর্মুহু তালিতে দেখাবে-
তাদের বড় হওয়া।
যেভাবে অন্যরা বা অগ্রজেরাও দেখিয়ে গেছে।
দেখাতে দেখাতে ফতুর হয়েছে কেউ।
আমরাও হবো; ওসব ভাবিনা।
কারন- মূল্যবান, শুধুই বর্তমান।।
ঢাকা, ৩০শে মে ২০২১