ভালোবাসা দেখি নেড়েচেড়ে
পাথর রেখে অন্তরে-
সংযমে যদি আসে প্রেমের উত্তর;
আবার অবকাশ মেলে যদি পথ ও পৃথিবী চলার।
ও সখী, আমি যে শাশ্বত প্রেম ভিখারি!
ডানা মেলে, ডানা ভেংগে ফুল খুঁজে মরি।
দানবের হাসিতে
নিবে কী কেড়ে বলবান ধনবান নাগর তোমার?
সব সঞ্চয় পোড়াবো-
ঘামের ঘ্রাণ শুকে;
রোদেলা দুপুরে পালাবো- হতে চাই শূন্য-ফতুর।
হোক মুক্তা আর মুক্তির জয়, কাংগালের হাসিতে!
২০শে মার্চ ২০২৩