জলে আশা,
জলের উপর ভরসা; জীবন ভাসে...

জল দেবতার বাঁচতে হলে,
বাঁচাতে হলে জীবের আশা-
নুন তাঁর চাই, নুনেই ভরসা।

দেবতার গ্রাস;
নুনের নিত্য আশ্বাস..
রতন ব্যাংকারের মতন যোগানে যোগানে সে,
বিজয়ীর হাসি হাসে।

দেবতার খুশিতে আরও প্রাণ- খুলে বাদ্য বাজনায়,
দানব নয় মানব হাসে;
আর ভাসে তারা নুনের আতিশয্যে,
শয্যাশায়ী ভোগের শয্যায় থরে থরে- মৃত সাগরে।।

২৯শে মে ২০২৪