বড় মাছ তো মাছই খায়,
যেমন, বড় মাছ গিলে ছোট মাছ।
অথবা, খাবারে তার ভাগ বসায় যেহেতু সে বড়।
এভাবে বুঝি, বেঁধে গেছে কোনও কান, বড়শীতে টান- ঝুলে ছোটো মহাজন।
ছোট ধরে আরও ছোট,
বিশ্বমানে, বিশ্ববাজারে- এ-ই যারা ছোট আর বড়ো!

ধরা না খেলে-
বা, ধরা না দিলে, কী মুশকিল উভয়সংকটে- 
ভেসে যাও খড়কুটো, ভাটি বা জোয়ারের দোলাচালে!
যেভাবে, বিসর্জন এখন শিল্পের দরে- সারা বিশ্বে চরে, শতাব্দীর পর শতাব্দী ধরে,
সোনা-রূপা বা ডলারের ফালতু কাঁধে চড়ে।
যেমন ক'দিন আগে,
লিবিয়ায় এক রাজাকে কুত্তার মতো জানে মারে।
সে কী ছিলো মহান বিসর্জনের বিনিময়,
বলো সিজার, এ বিসর্জন কোন শিল্পের দরে!
বোধহয়, কোন এক অচিন ও মহান তন্ত্রের ব্যবহারে!

আর কোন রাজা হবে কী ভাজা।
আর কোন কোন জনপদে মশক নিধন চলে- তন্ত্রের ধুম্রজালে!

আয় আয় মশা-মাছি; মন্ত্র তোদের তন্ত্রের বাহারে!!

নড়াইল, ৮ই অক্টোবর ২০২২