সবাই খাঁটি মূল্যায়ন চায়।
অভিবাসন যুগে যুগে-
পাড়ি জমায়, নিজের ধান্দায়- অভিবাসীদেরই রাজ্যে।
তারা জীবনানন্দ'কে- নতুন করে রেঞ্চে দেখে।
না গ্লানি নেই, আক্ষেপ আছে;
কেনো ফুটবে না এদের বাগানে
বাংলার কোন কলি-
অনাদিকাল ধরে!
নাহলে, মনের অভিবাসন যে অপূর্ণ থেকে যায়।।
নড়াইল, ২০ শে মার্চ ২০২১