গুমোট হাওয়ায়, ধূসর পটে আলোর ছটা।
ফুল ছিলো ফুটে খয়েরী-লাল,
জানালায় খানিক প্রশান্তি-
মনেতে ছুটে টগবগে লাল।
যদিও সে পরগাছা-
সে-ই বুঝি দেয় এ-ই শহরে ঈদের বার্তা।

দেবদারু হোক বা বিলের হিজল- 
ঝিরিঝিরি বাতাস কাঁপায় আস্তিনগুলো ও পর্দা,
ভূগোলের ধাঁধায়-
গোল হয়ে করে পাঠ চাঁদমুখো সন্ধ্যায়।
মেহেদী বাঁটার মনভরা লাল-
খুশিতে সাজে কুমারী লাজে আমাদের দুহিতা।

২১শে এপ্রিল ২০২৩