মনের কথা মানের কথা
রাখো যদি ইথারে
অতি-ভান্ডারে, সার্ভারে
যেখানেই থাকে
তথ্য কি সত্য, কার সত্য, কোন সত্য
ওজনে মাপো
গুনে গুনে করো মাথা নষ্ট
সে, কি এক কষ্ট!

মন-মান চুরি করে যে,
কেনো হবে চোরা সে।।

নড়াইল, ৪ঠা অক্টোবর ২০২১