সাজালে গাছগুলো
নান্দনিক খোঁজে খুঁজে পাই বাগিচা।

দেখেছি দেখেছি মৌমাছি, আমাদের কাছাকাছি;
মধু নিয়ে বধুদের চেঁচামেচি,
খেয়ে-পরে তার দিব্যি চলে পরিবার, প্রাণগুলো।

জেগে থাকে সর্বময়, সবসময়ই;
যদিও ডাকে তারে সবে নির্ভয়- অযথাই জাগে!

আরও কে জাগে মলাটের আড়ালে-
আমরা মানি না।

পিছল না খেলে
বা পা বাড়ালে একটুখানি;
দৃষ্টির সামনে, বাড়ির পেছনে দেখিনা আগাছা।

আনমনে কে বাড়ে,
আমি যে খুঁজি বাগিচা!

কে নড়ে! প্রজাপতি কেনো উড়ে!
সেই-রে, হতভাগা চরে মধুদের স্বাদে।

কেন কবি পাঠ করে উড়ে উড়ে পড় সব জমিনে,
কে তারে টানে, কোন আগাছা!

নড়াইল, ৫ই জুলাই ২০২২