মধুর চুরি
অলক্ষ্যে চুরি-
মধুর কারবারি,
গৃহস্থ বাড়িতে পিঁপড়ের সারি; চড়-থাপ্পড়েও সরে না।
ঘূষ-কমিশন আন্ডারলাইনে বা রঙিন কারবারি
বা সম্পদ অভিবাসনে
নিজের ডাকাতি নিজের বাড়ি-
বিদায় নিলেও মায়ার দাগে বাড়াবাড়ি;
কেউ ভয়ে সরায় না,
নাড়ায় না,
ডাকাত ভয়ে, ডরায় না!
৩রা মে ২০২৪
অনুপ্রেরণা ও কৃতজ্ঞতা: জনপ্রিয় রম্য লেখক আনিসুল হক, "চোর পালুন, বুদ্ধি বাড়ান", দৈনিক প্রথম আলো, ৩রা মে ২০২৪