আবহাওয়ার বারি- ইঞ্চিতে মেপে,
জলের ম্যাপে গভীরতা কতো- আমরা মাপতে পারি।
পানিতে ডোবার আগেই উঠে পড়ে উঁচুতে।
কে না পারে মাপতে
যদি চাই দেখতে- প্রেমিক তাহার থাকে কই।
পদ্মা বিজয়ের ঢেউয়ে- কতটা হতোচ্ছ্বাসে ওই নারী!
যথাস্থানে পৌছানোর আগেই- প্রেম তার মহাজটে ;
শহরের একি হাল
বুঝি না তাল- দৃষ্টি তার কটকটে।
পার হবে কি না; মধ্য প্রহর সবসময় মায়াজাল!
নড়াইল, ১৯শে জুন ২০২২