দু'পারে সমানে চিতকার!
মগডালে বসে,
নাচুনে ভূত-পেত্নীগুলো ওস্তাদ-
বাঁশঝাড়ে হুঁইসেল ব্লোয়ার।
দারুণ আয়োজক!
হাতখালি সবার একে একে দরকার-
আওয়াজ যোজক;
মেগাফোন একটি করে।
বিশৃংখল শব্দে জমকালো হেথা-
ঝিকিমিকি তারায় মেলার আমেজ।
দারুণ মেসেজ!
আনন্দে আত্মহারা! আমি যে সুযোগী দোকানদার।
আরও অনেকে খুশী।
স্ফীত বাজারে-
মেগাফোন বানিজ্যে বড় বড় মহাজন, ভীনদেশী।
২রা এপ্রিল ২০২৫