কলেমার দলে গলাগলি ;
মিটে গেছে নাকি দলাদলি।
আলী যে খলিফা ওলি-
চিনিয়েছে তাঁরে বিশ্বাসের চোরাগলি।
মরুতে বহে সুবাতাস ;
ওমান থেকে ছাড়বে জাহাজ- মৌসুমি বায়ু ধরে।
আয় আয়- এক কিতাবের পাগড়ি পরে,
আয় আয় বংগোপসাগরে ত্বরা করে আয়;
ডলারে খেয়ে ডলা-
রুটি ফাঁটা পাতাপাতা, লালায় রুচি ঝরে সতেরো কোটি জিহ্বায়।
১৩ই মার্চ ২০২৩
পটভূমি: চীনের মধ্যস্থতায় সম্প্রতি বিরোধপূর্ণ অবস্থানে থাকা ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে একমত হয়ে চুক্তি স্বাক্ষর করেছে।