জীবন এক পরিচয়
আরও পরিচয় ঘাটে, মাঠে
অথবা পরিবার নিয়ে থাকি যে বাটে
অথবা সমাজ সংশয়ে প্রতিবেশে ছাড়ের পরিচয়
পরিচয়ে পরিচিতি হতে থাকে আয়নে রসায়নে
জীবনের কালে আসে মাত্রা
শাসনকালে কারো পাঁচ..দশ..ত্রিশ...পঞ্চাশ...
নিজ জীবনের বিকাশ অথবা সম্পর্কের মাত্রা-
মেয়াদোত্তীর্ণ হলে শেষ হয় যাত্রা।
৯ই ডিসেম্বর ২০২৪