জাগিয়ে রাখে মনকে কেউ
ভাসিয়ে রাখে গভীর তল
টানে ঢেউ
নারকেল ভাসে
মায়া খোঁজে জেগে জেগে
ছায়ার খোঁজ ক্লান্তিতে
ঘুম নাই
মায়ার খোঁজ ক্লান্তিতে... আমি ঘুমাতে চাই..
সকাল চাই
জাগবো আবার ভাসবো আবার ক্লান্তিতে।
দিন চাই, গড়ব বলে সবাই মিলে প্রশান্তিতে।
১১ই জানুয়ারি ২০২৪