দু'দিকে দুটি খন্ড,
দুটি ভূখন্ড।
সংগ্রামী হাজী শরিয়তের পল্লী,
নদী তার ঝিল্লি;
ওপারে মুন্সিয়ানী রাজধানীর ঝলকানি,
যেমন জেগে আছি জীবিকার সন্ধানী।
নাগরিক ঘুম যায় শুয়ে বিছানায়;
এইতো সময়, স্বপ্নের আলয়।
মাঝে পদ্মা সরোবর নাকি সাগর না অজগর,
না অনুর্বর জলরাশি নিয়ে কিছু চর করেছে ছেদ,
নাকি শরবতের নহর;
আমরা নরাধম দুপাশে প্রহরী জেগে থাকে কিছু আদম।
একটানে পদ্মা পারাপার,
নেই নেই সীমানার আকার।
এক হবে ভূখন্ড- ঢেউয়ের সারি, ঢেউয়ের বাড়ি;
জীবনের চল বরাবর ছেড়ে আড়াআড়ি।
সংগ্রাম আর স্বপ্নগুলো মনে হয় আলুথালু,
মাটির ক্লান্তি সমতলে মিশে একাকার, ফলাফলে নতুন বালু।।
জাজিরা, শরিয়তপুর , ২০শে জুন ২০২২