মাইট্টা আলু বা মেটে আলু,
অযত্নেই আরেক নাম প্যাচড়া আলু।
যে নামই হোক-  খাবারে সুস্বাদু।
লকলকে জিহ্বায় শ্যামল পানপাতা,
মোহনীয় ফুলে পেঁচানো গুল্মলতা।

বেঁচে আছি-
উষ্ণ শীতল সুবাতাসে ডাগর আছি।
শরত যৌবনে চিনে যাও আমার ছন্দ আশা,
শীত বসন্তে মাটির গভীরে রাখি রূপরসগন্ধ-
কন্ধকাটা ভালোবাসা।।

রূপদিয়া, যশোর, ১৯শে সেপ্টেম্বর ২০২১