১.
প্রশান্ত মহা সাগর তীরে সুরলয় স্থিত শান্ত...
তাল কাটে ভারত মহাসাগরের উত্থিত ঢেউ,
আল্লারাখার আশীর্বাদ,
পূব-পশ্চিমের ফিউশন বন্ধন,
হঠাৎই নিস্তব্ধ জাকির হোসেনের তবলায়

তাঁর এ অন্তিম যাত্রায় মাস্ক নেই... ট্রাম্প নেই।

২.
মাস্ক পরে ট্রাম্প; দৃষ্টির সমতায়।
প্রতিপক্ষ ঘরেই জন্মায়;
অস্বস্তির মন নিয়ে হবে না জাম্প।

ফিউশনে মনেতে চায়না,
লড়াইয়ের বাহানায় দু'জনার যখন একই ক্যাম্প।

১৭ই ডিসেম্বর ২০২৪