চারিদিকে রোজ রোজ-
শুধু মানুষের খোঁজ;
সবশেষে জানা গেল- আমার ভেতরই তার ভোজ।

তারপর আর খুঁজি নাই তাহারে-
শাসক, সেবক, ইত্যাদির বাহারে;
তুচ্ছতম আমিই বাংলাসম, জন্মের হক পাই-রে।।

২২শে আগস্ট ২০২৪