আমি কালো
কৃষ্ণ কালো, ধূসর কালো
নোংরা জলের মতো বা তেল কুচকুচে কালো..
আমি অসভ্য!
আমাকে সভ্য করতে এই লিখে দিলাম খত।
আমাকে শেকলে বাঁধো।
নুন আর রক্তশূন্যতায় এমনিতেই দূর্বল জানো।
আধিপত্যবাদী নয়, তুমিই ত্রাতা।
আমি এখনো হইনি মানব, তাই অধিকার শুধু তোমার।
আমি কালো,
ইতিহাস ভুল, আমার ঘরে জন্মে নাই সত্যেন, জগদীশ!
অবুঝ, অবোধ আমরা।
আসে নি কোনো বুদ্ধ, লালন, রবীন্দ্র, নজরুল।
আমার জাতে ছিলো না কোনকালে খোদার আশীষ
বা তোমার ঈশ্বরের আশীষ!
শুধু এসেছিলো এক অভাগা মাইকেল, হাতে বাইবেল।
তবে মনে কি পড়ে,
আমার ঘরে জন্মেছিলো এক পাগলা কিশোর ক্ষুদিরাম।
আমার জাতই পাগলা, ক্ষ্যাপা- বারবার জন্মে আসে।
আর জেনে রেখো, এই পলির বাংলায় সব কালেই ছিলো,
এখনো আছে,
নেড়ি কুত্তার বাদ্যের তাল আর সমন্বিত জেগে উঠা ঘেউ।
মানবের চিতকার চাপা থাকে,
যদিও মালিক বনে ফলাতে চায় অধিকার কেউ কেউ।
৮ই ডিসেম্বর ২০২৩, শুক্রবার