অনাহারের আহাজারি!
খাবার নাই- খবরে নেই, সাংবাদিক ধরে আছে নাড়ি;
লক ডাউনে বিশ্বদেশ
মানবতা কি শেষ?
মাচানে আছি যারা বেশ
করোনার কাল যদি হয় শেষ, সম্পদ যা জমেছে বেশ;
নিঃশেষ- হবে না প্রভু। আমি অনিমেষ,
জপে চলি মন্ত্র- অনবরত, চোখ খুলে ধ্যানরত!
দোয়ার ভাগাড়ে কাংগাল, সড়কের পায়ে টানে যান।
ক্ষুধা পেটে বিশ্ব পোলাপান,
একটাই দোয়া-
জুটে যদি মালের যাত্রী, পার হবে রাত্রি।।
নড়াইল, ৫ই মে ২০২১
প্রেক্ষাপট: অতিমারি করোনা। শ্রমিক, নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন, তীব্র খাদ্য সংকট, পরিবারগুলো বিপর্যস্ত।