অধুনা স্বাদের বার্গার ;
আটা গম ময়দার, লাগে পেঁয়াজ,
মাংসে ঊর্ধ্বগামী গরুর দম ধরতে উল্লাস,
ঘটা করে কেউ ধরে সন্ন্যাস।
কারো চূড়ায় লীলা, ভোটের ভেলা.. বয়কটে চেলা..
চলছে ভারি লীলার খেলা।
স্বার্থের শাঁস।
হিস্যার ঘাস বানিজ্য কি মানে?
বাতাস টানে বারুদের নি:শ্বাস,
উত্তাল সমতল, লাউক্ষেতের সীমানায় দেখে যাই কার সাঙ্গলীলা!
২৪শে জানুয়ারি ২০২৪