জেগেছে চর!
ফাঁকা... ঐ দূরের সীমানা...কেউ নেই, জেগেছে চর...
দেহ-মনের যত লাঠিয়াল চর্চায় মত্ত!

দেখে যেন মনে হয় খইফোটা
ঝিলিক ঝিলিকের রণক্ষেত্র।

মোড়লী নয়, এ যেন লাঠির সেবায় যত্ন-
সাধনার যন্ত্র..
চেতনার মন্ত্র...অভাবী রসালো সবুজের সুর;
বাতাসে বাতাসে ভেসে যাবে,
তালে তালে নেমে যাবে ধূসর ঢেকে,
শুভ্র কুয়াশার সাথে ওই যে তন্বী জলের কিনারায়

শীতরাতে শেয়ালের খ্যাপা মৌসুম,
হুক্কাহুয়ায় উদযাপন; জেগে ওঠো হে বাংলার চর!

জেগে ওঠো চর...সাজে কর্মঠ হাত...শস্যের ধারায়
সেচের বোরো...ভুট্টার দানায়..রবিশস্যে...
ভাজে ভাজে হরেক সবুজে বাদাম শেকড়ে

হাভাতের কাছে চাষার প্রেম;
চরের রত্নখচিত সবুজের নৈবদ্য 

মোড়লী চক্রের মোড়লী মোড়ে
ল্যাম্পপোস্টের আলো জ্বেলে এখন নজর- আধিপত্যের কর!

লাঠিয়াল, নদীর বাঁক- মোড় ধরে;
উজানে তারে টানে।
জেগে ওঠো বাংলার চর!

এদিক সেদিক বিক্ষিপ্ত নয় তীর;
পড়েছে নাড়া, ঘুরে যায় দিক!
পিঁপড়ের সারিতে কাতারে কাতারে মিল;
সবুজ প্লাবনে দেখবে সে
কতদূর গেলে পাবে, শক্ত পাথরে স্রোতস্বিনীর মুখ!

জেগেছে লাঠিয়াল!

২৯শে নভেম্বর ২০২৪