ঝকঝকে পরিষ্কার ভারি পরিপাটি সকাল
সবুজ সুতির বসনে ফাঁকা ফাঁকা বুননে
চলছে বাতাস, ছুটছে রোদ, দিন ঘামে শ্রমে
জড়ো সাদা মেঘে মাকে ডেকে সেই সুর বাজে
'আমার সোনার বাংলা '
বিকেলে আজ ছুটবে দূরন্ত- হাতে পতাকা।।
তুলারামপুর, নড়াইল
৮ই সেপ্টেম্বর ২০২১