খাবার সকলের মতো- লাল পিঁপড়ের;
সংগ্রামী অংশীদার, ঢেলে দিবে বিষ কামড়ের।
সুযোগ দিয়ে গেছে একবার- বাংলার একাত্তর।
দেনার বোঝা- পালের বলদদের সাজা!
স্বাধীনতার ভাগ চাই!
লেনদেনে ভাগ চাই- অপমানে বিদেশি বুদ্ধি হটাই।
এক নয় সিংহলী পথ, নয় নিরাপদ।
কেনো ভাড়াটে দেশীহাতে, তার পেশী নিবে আজ্ঞা!
আফগান আফিমে দেখো মংগা,
কপারের তার টানে নতুন আপদ।
কোন দিকে হানা?
কোন মিত্র সখ্যে চলে উচ্চচাপে!
সুযোগে মাথায় হাত, বিশ্বস্ততার অভিশাপে।
নতুন ফন্দিতে, বিশ্বাস বেচে, নতুন বানীতে-
কূটনীতি এখন ব্যবসার কেজিতে- নয়া হাটের সংকটে!
২৬শে এপ্রিল ২০২৩