চেংড়া তমিজ, চোখ তার লাল,
টিংটংএ পা, লুংগী মেরে গোছা-
বরশী টানে যার- কেটে গেছে সবটা বয়স।
গেঁথে পুঁটি চেলা, নয় সে আলাভোলা
সারসের ঠোঁট দিয়ে- পাড়ে ঘুরে সরস
খপ করে গপ করে- ধরে ফেলে রাক্ষস।
শুনেছে সে- কূটনীতি এখন শোল-নীতি
পাড়ে পাড়ে ঘুরে বাংলার বিলে।
অথচ বউ তার বলেছে, কার নাকি কান নিছে চিলে।।
২০শে জুন ২০২৩