বিচার নয় কূট-আচার ;
পড়িবে খড়গ রহিমের পায়।

ততই ত্রাস, করিম সকল যত চিক্কুর কাতরায়-
ততই গ্রাস! পড়িবে ফাঁস বোয়ালে;
দেখি তোর কত আছে জোর- চোয়ালে!

কৃতদাস তুই! বেচেছে তোরে-
তোর মহাজন চোর; আমার গোচরে সদাচারী।
আমার সমাজে নিরাপদে চরে।

নয়া পাইকার আটকে তোর দ্বার-
বলদ তুই! সেওতো আমার ভিখমাগা চর।
দেখিবে তারে শুভ্র সাধু ব্রহ্মচারী!
দেখিবে তার নব ছলাকলা কদাচার।

নিরাপত্তা, পুষ্টি!
আহা, কথাগুলো কি ঘোষের মিষ্টি!

জল চাই, ভূমি চাই; আকাশে আমার মুষ্টি!
তুইও আমার কৃতদাস, ব্যাটা উল্লুকের গুষ্টি!

১১ই আগস্ট ২০২৩