আয়ের কথা কইতে শরম
টান যে ভারি পেট যে নরম
কান ভাড়ায়
কোণ ভাড়ায়
শ্রম ভাড়ায় সবকিছু কমকম চলে কী দম!
গাঁয়ে একটি বকরি ছিলো
এই শহরে চাকরি ছিলো...মানচিত্র মনে ছিলো
পেশির টান
পায়ের মান...হাতে ছিলো লালশালুর কুলফি প্রাণ
গোলাপ আলাপ
রঙিন হলদে
পকেটখালি টাকাকড়ি..
বস্তা ভারী মেসের ঝুড়ি
ফুটপাতে পিঠবলদে সদরঘাটের পথটা ধরি
চল্লাম ফের বকরির বাড়ি
বয়স যে যায় তাড়াতাড়ি...
স্বপ্ন এবার বকরির দড়ি!
২৬শে জানুয়ারি ২০২৪
অনুপ্রেরণা : "ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে", জনপ্রিয় বাংলা সিনেমা 'অশিক্ষিত' ছবির গান। কণ্ঠশিল্পী খন্দকার ফারুক আহমেদ ও শাম্মী আকতার। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।