কথা থামে
ভালোবাসা থামে না
কথা থাকে, জীবনের বাঁকে বাঁকে..
কিছু কথা সুখ স্মৃতি নিও সাথে।
থাক বেদনা
এ পারের বাঁশবেতের ঝুড়িতে আমাদের সাথে।
কথা হবে
গানে প্রাণে দুই সে জীবনে..
৯ই জুলাই ২০২৩
পটভূমি: সংগীতপ্রেমী প্রিয় বন্ধুর আকস্মিক মৃত্যুতে অন্তিম বিদায় শুভেচ্ছা।