চরের বালু
ভেঙে আলুথালু
নিত্য চালু, জলের তোড়ে জীবন ঘুরে
কিস্তির বাহনে
ভারে ভারে ডুবছে চর
কপালের ঘোর, খোঁজে মোরে মহাজনে
জীবন চলে, কিস্তি চলে, জলের তোড়ে
"চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা"
১৬ই মে ২০২৪
কৃতজ্ঞতা: "আমাদের ছোট নদী", কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।