বলুন কথা,
যেভাবে খুশী, আড্ডা খাসা..
কথা আমার চলে ভালোই; বাটে যেমন ডেনিশ দুধেল গাই,
গ্রামীণ সমাজে তুলনা যে তার নাই,
দেশ-মহাজনও বলে, আচ্ছা তুমি সাচ্চা, মারহাবা!
কথাতে সদা গল্প-
বাঙালি চরিতের প্রাণের প্রকল্প, সামাজিক ব্যবসা।
এতো এতো বাহবা!
অনেক পরে বুঝেছি আমি একটা হাবা।
পেয়েও অবাধ- স্বাধীনতার বাক্,
দিলাম কুলুপ, হলাম বোবা,
খরচা ছাড়া দেখবো শুধু, কথা এখন বলবো না।।
৯ই আগস্ট ২০২৪