পথ তো চলতেই হবে বন্ধু
বিরহের শূন্যবাক ঘুরে এলো আমাদেরই পা'য়ে
অসংখ্য না-চাওয়া বিদায়
লোয়ার অর্ডার উইকেট পতনের মতো
পত্নী পরিবার স্বজন রেখে
বিনা স্বাদে বিনা শ্বাসে
সবকিছু ফেলে নিজকে ভুলে
ফুঁ দিয়ে গেছে মানবতার শ্বাসে।
ছিনিয়ে নিয়ে করোনার মুকুট
তাঁরা পৌছে গেছে গন্তব্যে;
এ মানুষেরই গৌরব।
চলো জানাই উন্নত শিরে
বিরতিহীন অভিনন্দন।।
নড়াইল, ১৩ই জুন ২০২০
নোট : করোনা মহামারীর সময়ে সেবক এক মহান তরুণ চিকিৎসক এর মৃত্যুতে শোকার্ত চিকিৎসক বন্ধুদের জন্য লেখা।