ভাত কাপড়ে বেঁচে থাকা চূর্ণবিচূর্ণ পরিবার,
আঘাতে হানে করোনার চাকা,
মহাত্রাসের মহাকাব্যে ফিরে
মানুষের ভালবাসা,
যবনিকা শেষে
গোরস্থানে
সালাম ফিরে
শুনি গুঞ্জনে গঞ্জনা,
স্নিগ্ধ শরতে কত ভালোবাসা
পেলে জিরোবে মানুষের মনপ্রাণ,
ভাত কাপড়ে বেঁচে থাকে চূর্ণবিচূর্ণ সমাজ।।
নড়াইল, ২০শে আগস্ট ২০২১