কাল বোশেখীর ঝড়,
কয়েকবার নেয়ে খেয়ে কমেছে তাপ।
গ্রীষ্মের সোনালী বিকেলে শরীর কথা কয়,
চারপাশের সব জীবন চাঙ্গায়,
প্রতিযোগিতায় ব্যস্ততা বাড়ে অস্তিত্ব প্রমাণে।
যেমন, এই লকডাউনে তরুণ যুবকেরা
ঘোরাফেরা করে,
আইটেম ধরে ধরে এডভেঞ্চারে,
রান্নাঘরে নব রাঁধুনিরা খুশবু ছড়ায় ইফতারি..
কচকচে ব্যাংক নোটে আমাদের নেতার ঈদের সালামি;
আমি খুঁজে পাই স্মৃতিপটে,
এডভেঞ্চারই বটে!
ঝুলছে সোনা, বাঁধানো দাঁতে, স্থবির অবয়বে;
খুলে নাও তারে- আলো যে পড়ে গেছে!
ঢাকা, ১০ ই মে ২০২১
প্রেক্ষাপট: করোনা অতিমারি; সাধারণের সাথে অনেক প্রভাবশালী, বিত্তশালীদের রোগে মৃত্যু।