নাচো তুমি, গাও তুমি- স্বাধিকার, স্বাধীন ভূমি!
অধিকার কৌটোর আচার হাতকড়া নয় সাতকড়া!
ঢোলে ঢোল্ হতচ্ছাড়া।
রাজত্ব তোর ছিনিয়ে নেবো!
গাধাগুলো বেওয়ারিশ চরাবে খাবার খোঁজে!
বলরাম সর্দার বলো মাতব্বর সাথে মাতো
কে কোনটা কি দিবি বল্!
ভাগ নেবো নদীজলের
কাপড় সেলাই, প্রাণ ধোলাই- মেশিনের প্রাণ মাস্তি মাল!
দখলে সাগরের তল! কে কোনটা কি দিবি বল্!
ও-ই যে ক্ষেদানো ছাগল পাগল তারা বদ্ধ পাগল;
বাঁধবো তাদের আবার গাঁয়!
এখন সব গন্দম ঘুরুক সে ইবলিশ আমি তো নয়!
কে কোনটা কি দিবি বল্!
আমিই সিকান্দার নয়া কেউ কি বলছে বেহায়া!
কী, করবে কেউ গোলমাল? কে কোনটা কি দিবি বল্!
২৮শে ২০২৩