চারদিকে ছেদ, বাড়ছে মেদ।
ছুটি, করোনার ছুটি- লম্বা ছুটি।
জিম বন্ধ,
খেলা বন্ধ, পরীক্ষায় ওয়াকওভার।
লেনদেনে দুঃসময়, উন্নয়নেও ছেদ।
লকডাউনে পশ্চিম; বন্ধ, শিক্ষা ভ্রমণ।
কোন দামে আমার সময়?
তারুণ্য, থমকে যেতে পারে না।
কাহাতক থাকবো ঘরে বসে- মানিনা, মানবো না!
ডিজিটাল প্যানেলে চোখের খেলা-
এ খেলা আর চলবে না।
এসব মেকী সংস্পর্শ বা সব শীতল আহবান,
এ আকর্ষণ, মনে টানে না।
তাহলে কি করি।
চলো প্রেম করি।
হারিয়ে যাবার আগে- মন ভরি, প্রান ভরি।
উৎপাদন করি- তাজা ভালবাসা!
যা হতে পারে একমাত্র ভরসা।।
ঢাকা, ১৭ই নভেম্বর ২০২০
পাদটীকা: করোনা মহামারি সংকট কাল, লক ডাউন চলছে, প্রথম ভাগ।