বাহারি রঙে আল্পনা আঁকে-
এখনো কিশোর ;
জানবে, জানাবে সে
তাহার মতো হাওড়ের রঙ কতটুকু আছে?
বোয়ালের চোয়ালে ছিল জোর;
অষ্ট গ্রাম বেঁধে ফেলে অভাবী আশায়,
মিঠার নেশায়-
কে রাঙায়, কে রাঙে!
মিঠা মিঠা বারিষে
সব মিঠা গুলিয়ে বোয়ালের চোখ অম্লতায় ভাসে।
ভেসে উঠে মরা, রূপালী চুমকি;
অভিযাত্রিক কিশোর আবার গঞ্জে ফিরে কী?
২১শে এপ্রিল ২০২৪
প্রেক্ষাপট: বাংলা নববর্ষ উপলক্ষে সম্প্রতি কিশোরগঞ্জ জেলার হাওরের অলওয়েদার সড়কের মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত ১৪ কিলোমিটার জুড়ে দৃষ্টিনন্দন আলপনা আঁকা হয়েছে। আলপনার এসব রাসায়নিক রং, তারপিন বৃষ্টিতে ধুয়ে হাওরের পানিতে মিশলে তা মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা।