১.
কত চালাচালি,
কত চুলোচুলি, কত যে ধোঁয়া ;
সময়ের আন্দোলনে সুর ওঠে শুনি, "ভূয়া ভূয়া! "
২.
দোলক দোলায় ভৃত্য-মহাজন,
চেয়ারে স্থান-কালে চেহারা বদলায়;
এ দেশের সুলতান স্মরণে
নিত্য খবর মনে তোলে আলোড়ন।
৩.
সারালে ভাঙা মাজা,
সাহায্যদাতা পায় মজা;
গোল্লায় ঘুরে ক্ষমতার সাজা,
গোল কামড়ে ক্রিসপি ডোনাট বা দেশীয় তিল-খাজা।
৪.
সারারাত সারাক্ষণ যদি না চলে দখলের সংঘাত,
নেড়িকুত্তার ঘেউ ব্যঞ্জনায়-
নিরাপত্তার অনিন্দ্য স্বাদ ;
ছাপে না মনে ডাকাতের আঘাত, ঘুমের ব্যাঘাত।।
১৭ই সেপ্টেম্বর ২০২৪