ক্ষমতার সবাই ব্যস্ত ক্ষেত্র নিয়ে,
কেউ পুঁজি করে ক্ষেত ও খাদ্যের অভাব,
কারো মনের দীনতার স্বভাব;
যেমন দুর্ভিক্ষ বনাম এক বিদায়ী প্রণয়ের সাদা তাজমহল,
অথবা একালের ধর্মান্ধ মহল,
দীনতায় নির্মিত কালা তাজ।
প্রশংসা প্রতিষ্ঠায় শাসকের সাজ-
অভাবের বাছাইমান বেয়ে; অভাব দূর হবে বলে নয়।
১লা অক্টোবর ২০২৪
অনুপ্রেরণা, কৃতজ্ঞতা ও উৎসর্গ: এ আসরে ১লা অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত কবিতা 'এ যুগের তাজমহল', প্রিয় প্রজ্ঞাবান কবি শঙ্খজিৎ ভট্টাচার্য (দেবজ্যোতি কবি)।