ভয় তাড়াতে চন্দ্রবোড়া,
আক্কেল ভাষায় স্বদেশী রাসেল আনে ভাইপার।
তবুও আমি গোড়া, উষ্ণ রাতেও শিরশির লোমখাড়া,
জানালা রাখি বোজা...
আরও চাই খোঁজা চোরের হদিস,
যারা আমার জীবন দিয়েছে লিজ ভিনদেশী মহাজনে
চেহারায় ফাঁকি, জানালায় দিয়ে উঁকি,
হৃদয়ের আঁকিবুঁকি ঢেকে উড়োযানে পলায়নপর।
আপাত আলখেল্লায়..
ছোবলের ডাকাতেরা ভয় তাড়াতে সাল্লায়;
ছুটে যায় চিড়িয়ার মিউজিয়ামে।
আফসোস কানে না শুনেই সর্প করে ফোঁসফোঁস।
ভাবে যারা শোনে,
বন্দী তারা অবারিত খোলা ভূমে নিজকে লুকিয়ে।।
২৫শে জুন ২০২৪