আমার নেতা মস্ত গুণী,
মেরুকরণ ভালো বুঝেন; বিযুক্তকরণ,
সংযুক্তকরণ, নিষিদ্ধকরণ...
আরও বহুবিধ করণের ভাষণ, বিমুগ্ধ হয়ে শুনি।
সিনেমা হলে অবতার নামতে দেখে
পর্দা কেঁপে আহ্লাদিত,
খই ফোঁটে মুখে ছন্দে ছন্দে স্পন্দিত;
অথবা, ভূত বা সাপের ছবিতে ভয় খুঁজি আনন্দে।
কিতাব থাক,
পুঁথিতে নুহের কেচ্ছা
সুর করে পারে পড়তে এমনই চাষা খুঁজি একাডেমিতে...
১লা জুলাই ২০২৪