মুরগার দাম কও?
ডলারে কত হয় কও, জলদি কও?
ডলারে বিশ,
টাকায় বিশ।
এইটা কেমন দর?
এতদিনে কি শিখাইলো যন্তর মন্তর সব বিদ্যার ঘর!
তোমার কি লেখাপড়া!
তুই তো একটা.. ঘেউ মারা
ত'য়ে ত'য়ে ছাড়া!
তলে তলে ভেড়া, শুধু খুঁজো ন্যাড়া...
আর রুপি আর চীনা টাকায়?
বিনিময় সকলটায়-
খালি দশ, খালি দশ,
খেলায় সমান, ভেলায় সমান, নালায় সমান...
কালায় সমান, বিশাল হাট-বাজার!
ভুলে যান জাতির অভিমান,
জর্দা দিয়ে পান খান,
কারোই মুখ নেই বেজার, বাংলার বিশাল হাট-বাজার!
ইংরেজি নববর্ষের শুভ সকাল!
১লা জানুয়ারী ২০২৪