কিষাণীর চোখে বিরহের ছায়া!
ঝাপসা চোখ তাকিয়ে অসীমে- কি খুঁজে সে?
দূর পাহাড়ে জমাট কালো মেঘ।
মেঘালয়ের বান, পাকা বোরোধান;
ধান কেটে বলদের রথে- ঘরে ঘরে মাড়াই,
উৎসব না সংগ্রাম?

দূর- দেশে,
সাজানো সেবালয়ে করোনার বিষে শ্মশানের ডাকে
খামচি মারা যুদ্ধ বিরতিতে
মাকে ডেকে ডেকে ক্লান্ত।
যত যোগাযোগ- মোবাইল অসাড়:
"কলিজার টুকরা, কেমুন আচোরে বা'!"।।

নড়াইল, ২৩শে এপ্রিল ২০২০

পটভূমি: মেঘালয়ে অতিবৃষ্টিতে সিলেট সীমান্তবর্তী অঞ্চলে অসময়ে বন্যা দেখা দেয় এবং পাকাধান দ্রুত ঘরে তোলার ব্যপক তৎপরতা শুরু হয়। অন্যদিকে ২০২০ এর এই সময়ে ইউরোপ বিশেষ করে ইতালিতে করোনা মহামারিতে বাংলাদেশীদের ভয়ংকর মৃত্যুর খবর দেশে আসতে থাকে।