কে বা সাগরে ক্ষ্যাপে   পলিতে সে অগভীর;
তোলে দোলা কূলে ভিখ   জলে কোন মুক্তা জ্বলে!

কি আছে মোর সাগরে!
কিছু গো ছেঁড়া ত্যানা
শত বছরের কান্না   রহেনা তার সহেনা
নকশীকাঁথার ফোঁড়- গাঁটি;

এখানেই করবে ঘাঁটি!

"... কে তুমি ঝড়ের পাখি"

টিংচার ভরা বোতলে   অবিশ্বাসী শ্বাস ফেলে
আসবে কি এই বোশেখে-

"গাহিয়া সজল চোখে   বেলা-শেষের রাগিণী "
....

"দাঁড়ালে দুয়ারে মোর   কে তুমি ভিখারিনী "

১লা মে ২০২৩

কৃতজ্ঞতা: মহাত্মা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।