হিসেব শেষ
গল্প নয় ছোটগল্প
কারাবাস শেষ মুক্ত সে
মুক্তার গ্রন্থিতে মুক্তি হাসে
আর কতো ঘাটে ভিড়ি' ছোট সে তরী

নিজ গৃহে ফিরে যায় মুসাফির

সময় বদলে যায়
কে থাকে কে আছে অপেক্ষায়

অপমান বাঁচাতে আমার কারারক্ষী গালমন্দ খায়
সাথীরা বাজায় ডুগি, টান ধরে গাজায়
নেচে গেয়ে সময় হবে পার

হিসেব শেষ কারার
নিজ গৃহে ফিরে মুসাফির
বান্দা-হাজির বান্দা-হাজির!

নড়াইল, ১৫ই নভেম্বর ২০২১

পটভূমি: ১৪ই নভেম্বর ২০২১ তারিখে দীর্ঘ বিশ মাসব্যাপী করোনা যুদ্ধ, অত:পর অবরুদ্ধতা শিথিল। পাবলিক পরীক্ষা এসএসসি শুরু। সংক্রমণ ও মৃত্যুর হার সমান। এ সময়ের মৃত্যুগুলো সমাজে কাঙ্ক্ষিত নয়, মেনে নেওয়া কঠিন, তীব্র শোকের।