কারে খুঁজো হে তুমি

জল ছাপে বাতাস কাঁপে
ধূসর চেহারায় ভিজে তার মন
সাট চলে ফোঁট ফোঁট জলে দোহে..

কোন যাদুর শিরায় বহে
তোমার তনুমন জাগে বারবার নেশার ভোগে ছলনায়!

আধো-আলো আবহে ঝিরঝির প্রপাতে প্রেমের পাতে
বাংলা সে রূপবতী
চলছে কচ্ছপ থপথপ ছোপ ছোপ ভাসে আজও মরেনি সে
হিজল চিনে ছলাত নাও টানে
মায়ার গানে মানবী হারায়!

পাবে না তারে জালে!
কোন মোহজালে বাঁধবে তারে।
এ নয় সেই ফেলে যাওয়া ভূমি- কারে খুঁজো হে তুমি।

গ্রীষ্মেই ন্যুব্জ, সামনে হিমশীত
কারে খুঁজো বিদেশী!

প্রানের কম্পনে ঘুরে মন দশা- তুমি যে হুতোশী।

১০ই জুলাই ২০২৩