কাল বৈশাখীর তান্ডবে
বাতাসের দমকা- ধমকে ধমকে
থমকে গেছে পা! ছাঁচনির জল
বেঁকে বেঁকে পড়ে মাটির আগুনে।
সোদা গন্ধে আছড়ে পড়ে শিল।
ছাতার তল উল্টে গেলে
ফিরে যাই শৈশবে;
ভিজলেও চুপ্সায়নি মন।
কেঁপে কেঁপে উঠে
আম কুড়ানি মন; শিলা এসে ঢেলা দিক-
রুখবো আমি করোনা!
অকল্যাণের তান্ডব- কাঁচাই থাক মন।
নড়াইল, ৫ই মে ২০২১
পটভূমি: করোনা অতিমারি সময়ে বাংলার বৈশাখ।