আমি, সাদা মাস্কে কালোদের দলে-
কুলিদের দলে,
খচ্চরের দলে; বলদরা নেবে না!
ঘোড়া তো ঘোরতর তফাতে!
সাদা মাস্কে আমি কালোদের দলে।
আমার ভূবণে- তেলতেলে গাঁ ;
জল ধরে না, বহুতর তফাতে।
জ্বালা ধরে না- সাজানো ঘরে।
ময়ুরের পেখমে, পান্তা-ইলিশে-
পেটে মেঘ ডাকে!
সাদা মাস্কে আমি কালোদের দলে।
নড়াইল, ১লা নভেম্বর ২০২১